ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পিএসএলে মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৯ জানুয়ারি ২০১৭ , ০৫:৪৫ পিএম


loading/img

বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের জন্য সুসংবাদ।পাকিস্তান সুপার লিগ-পিএসএলের অন্যতম দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স তাকে দলে ভিড়িয়েছে।

বিজ্ঞাপন

রোববার টুইট বার্তায় দলটি এ ঘোষণা দিয়েছে।

বার্তায় বলা হয়েছে, এ মৌসুমের জন্য বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ব্র্যাড হজের পরিবর্তে তাকে দলভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

পারিবারিক কারণ দেখিয়ে পিএসএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ব্র্যাড হজ। এ জায়গায় দলটির দ্বিতীয় পছন্দ ছিল আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী।

আসছে ৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের পিএসএলের। আসরের ম্যাচগুলো  হবে শারজা ও দুবাইতে।৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে এর পর্দা নামবে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পিএসএল শুরু হওয়ায় শুরুতে কোনো বাংলাদেশিকে পাচ্ছে না তারা। ওই সময় ভারত সফরে থাকবে বাংলাদেশ। সেখানে কোহলির দলের বিপক্ষে ১টি টেস্ট খেলবে তারা।

বিজ্ঞাপন

পিএসএলের এবারের আসরে খেলবেন আরো এক বাংলাদেশি। পেশোয়ার জালমির হয়ে খেলবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। গেলো আসরে দলটির হয়ে ৬ ম্যাচে ৩টি হাফসেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার। একই দলের হয়ে এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা থাকলেও তা হচ্ছে না। সম্প্রতি তাকে বাদ দিয়েছে পেশোয়ার।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |